অনলাইন ডেস্কঃ
ই-নাইন ফোরামের মন্ত্রিপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, শিক্ষার উন্নয়নে তার সরকার জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী এগিয়ে চলেছে।
এরই মধ্যে দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা নিশ্চিত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কেবল সমতাই নয়, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরই আজ বেশি এগিয়ে।
রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ই-নাইন ফোরামের মন্ত্রিপর্যায়ের একাদশতম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন শেখ হাসিনা।
তিনি জানান, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
এই সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও নীতি-নির্ধারকরা এমন একটি সুপারিশ দিতে পারবেন যা বিশ্বের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।
এই সম্মেলনের মাধ্যমে যে ঢাকা ঘোষণা আসবে তা হবে সকলের জন্য উপযোগী এই আশাবাদ ব্যক্ত করে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।