অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে নিজ গ্রাম মালদায় দাফন করা হয়।
এর আগে সকাল পৌনে ১১টায় পাইলট হাই স্কুলে ও সাড়ে ১১ টায় মালদা গ্রামে দ্বিতীয় জানাজা হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিক ও স্থানীয় মানুষ জানাজায় অংশ নেন।
গেলো বৃহস্পতিবার শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মীরুর গুলিতে আহত হন সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে শুক্রবার হাসপাতালে তিনি মারা যান।
বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় পৌর মেয়রের বাড়িতে হামলা করে ছাত্রলীগ। এসময় সংবাদ সংগ্রহ করতে শিমুল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মেয়র তার বাড়িতে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে শিমুলসহ ৩ জন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিমুল।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেছেন। এতে মেয়র হালিমুল হক, তার দু’ ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়। পুলিশ মেয়রের লাইসেন্স করা শটগান জব্দ ও তার দু’ ভাইকে আটক করেছে।