সোহাগ হাফিজ ,বরগুনা ঃ বরগুনায় পীরের দরগাহে দোয়া চাইতে
গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী
নাজমুল ইসলাম (১৬)। আহত হয়েছে ইমরান হোসেন (১৬) ও রাসেল
(১৬)। এরা ৩ জনই বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা
ইউনিয়নের বৈকালীন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থী। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর দু’টার দিকে এ
দুর্ঘটনা ঘটে। বরগুনা জেনারেল হাসপাতালের ব্রাদার আলহাজ্ব মো.
হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম জানান, আয়লা-
পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামের মিজানুর রহমান
হাওলাদারের ছেলে নাজমুল ইসলাম, একই গ্রামের হামেদ শরীফের
ছেলে ইমরান হোসেন ও পাকুরগাছিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে
রাসেল দোয়া চাওয়ার জন্য সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের
কোটবাড়িয়া আদম মজনুর দরবার শরীফে যায়। সেখানে জুমার
নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার
হয়। ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যায়। আহত অন্য দু’জনকে
বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায়
আহত নিহত ও খতিগ্রস্থদের শোহ জানিয়েছেন নবনির্বাচিত
বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সাংসদ মো.দেলোয়ার
হোসেন ।