অনলাইন ডেস্কঃ
তিনি দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।
একটি বিশেষ বিমানে করে বিকেল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
আগামীকাল দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়া কাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে একান্ত বৈঠক করবেন আব্বাস।