এ আর পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টর
দিকে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের হাবিলদার মোঃ আব্দুল কাদের
এর নেতৃত্বে একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা ব্রীজের
নিকটে গোল চত্ত্বর হতে একটি মিশুক থেকে মোঃ গোলাপ(২১)
পিতা- আব্দুল মান্নান গ্রাম- শ্যামপুর পোষ্ট- শাহাপাড়া থানা-
শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামক একজন অস্ত্র ব্যবসায়ীকে
০১টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ০২টি ম্যাগাজিন ও ২০
রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে অস্ত্র ও ম্যাগাজিন এবং
গোলাবারুদ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোর্পদ করার কার্যক্রম
প্রক্রিয়াধীন।