ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুলবাস উপহার দিয়েছে বাংলাদেশের ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেন্যান্ড লিমিটেড। পরে প্রধানমন্ত্রী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ ১০টি বাস উপহার হিসেবে দিয়ে দেন।
শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে ‘বিজয়’ নামে এ বাসগুলো উপহার দেওয়া হয়।
প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ১০টি গাড়ির চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। পরে প্রধানমন্ত্রী এ ১০টি গাড়ির চাবি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজির আহমেদ, ইফাদ অটোজ লিমিটেডের এমডি তাসকিন আহমেদ ও পরিচালক তাফসিল আহমেদ।
বাস হস্তান্তরের পর প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে। তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে।
এ ধরনের কর্মকাণ্ডে ইফাদ গ্রুপের মতো অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠী এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।