সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
তালায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামের গরু
ব্যবসায়ীকে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। তবে
পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরা তালা উপজেলার গৌরিপুর গ্রামের
আব্দুর রহমান গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক জনি শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে বাড়ী
থাকা অবস্থায় একটি ফোন আসে। তার স্ত্রী পারভীন রাতে বাইরে যেতে বারণ করলেও জনি
না শুনে বাইরে যায়। পরবর্তিতে রাত ১০টার দিকে জনির ব্যবহৃত মোবাইল নাম্বারে
পরিবারের সদস্যরা মোবাইল করলে ফোনটি বন্ধ পায়। এতে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে
ওঠে। রাতে অনেকস্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান করতে পারেনি। সকাল সাড়ে ৬টার
দিকে জনির বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে নির্জন পাট ক্ষেতের পাশে গলায়
গামছা জড়ানো জনির লাশ পড়ে দেখতে পেয়ে এক কৃষক স্থানীয় গ্রাম বাসিদের খবর
দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এঘটনায় এ এস পি (হেডকোয়ার্টার)
আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা
হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পাটকেলঘাটা থানা
অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার বিষয়টি তদন্ত
করে প্রকৃত খুনিদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার হবে।