অহিদুল হক বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে পূর্ব
শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে পিতা-পুত্রকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার
চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও ভাংচুর
করেছে তারা।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার
দিকে কুমারখালী গ্রামের ইসমাইল হোসেন প্রামাণিক (৫৫) ও তার ছেলে
সাজেদুর রহমান (৩০) বাগডোব বাজার থেকে মোটর সাইকেলে বাড়িতে
ফিরছিলেন। পথে কুমারখালি স্লুইসগেটের উপরে দড়ি দিয়ে ব্যারিকেড
দিয়ে একই গ্রামের আলাল, বিদ্যুৎ ও সেলিমের নেতৃত্বে ৬-৭ জন যুবক
তাদের গতিরোধ করে। পরে ধারালো হাঁসুয়া দিয়ে তাদের দুজনকে
এলোপাথাড়ি কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। এ সময় সন্ত্রাসীরা
গ্রামে সশস্ত্র মহড়া দেয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে আহতের স্বজনেরা
তাদেরকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করেন। আহতদের মধ্যে ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা
গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে
রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে। মামলা হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।