সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাথরঘাটায় অবাদে বিক্রি হচ্ছে পেট্রোল কেউ মানছেনা নিয়ম নিতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, বরগুনা : বরগুনার পাথরঘাটার উপজেলার বাজার গুলোতে অবাদে বিক্রি হচ্ছে পেট্রল ৷ সরকারি আইনের তোওক্কা না করে অবৈদ ভাবে বোতলের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ পেট্রল ।  দেশ ব্যাপী পেট্রল বিক্রির উপর করা নজরদারি রাখলে ও পাথরঘাটা উপজেলা প্রশাসন নিরব ভুমিকা পালন করছে ৷ যেখানে সেখানে পেট্রল ক্ররায় করতে পারায় দুস্কৃত কারীরা সহজে নাশকতার সৃষ্টি করতে পারে বলে এমন আশঙ্কা করছে উপজেলার সচেতন মহল ৷ অনুসন্ধানে  জানা গেছে , সরকারি বিধি মোতাবেক পেট্রল ও মবিল বিক্রির জন্য কমপক্ষে ফ্লোর পাকা সহ আধা পাকা ঘর , ফায়ার সার্ভিসের অগ্নিবার্পন সিলিন্ডার থাকতে হবে ৷ আর বিশ্ফরক লাইসেন্স পেতে হলে এক জন ব্যাবসায়ীকে এসব শর্ত মানতে হবে ৷ বিশ্ফোরক লাইসেন্স ছারা  কোন দোকানে দাহ্য পদার্থ বিক্রি করতে পারবেনা ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451