সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

আশুলিয়ায় মাদক অভিযান, বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদকচক্র আটক

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

ঢাকার শিল্পাঞ্চল আশু‌লিয়ায় বিপুল প‌রিমান চোলাইমদসহ মাদক ব‌্যবসায়ী চক্রকে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ।

বুধবার ১৫ ডি‌সেম্বর মাদক কারবা‌রি‌দের গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব।

ডিবি (উত্তর), ঢাকা জেলার এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় এএসআই সুলতান ও ফোর্সসহ আশুলিয়া থানার বাইপাইল বার্ডস গার্মেন্টস এলাকায় বিশেষ অভিযান করা কালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় অভিযান করে বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদক কারবারি খাগড়াছড়ি জেলার জিরোমাইল ৩নং ওয়ার্ডের মিক্রা মগ (২৫), কে আটক করে। সে আশুলিয়ার বাইপাইল বার্ডস গার্মেন্টস এলাকায় ম্যানেজার জাহিদের তত্বাবধানে থাকা ভাড়াবাসার ভাড়াটিয়া, খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০), কে সর্বমোট ৫২০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। এই সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এসময় উক্ত আসামীদেরকে গ্রেফাতার করিতে গেলে তাদের ডাক-চিৎকারে কল্লোল চাকমা (৩৪), পিতা-সুশীল জীবন চাকমা, মাতা-মল্লিকা চাকমা, সাং-তেভাংছড়া, থানা-দীঘিনালা,জেলা-খাগড়াছড়ি, ৪। সুইলা মারমা সাং- কাংচাইরী পাড়া, থানা-পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, এ/পি লুৎফরের বাড়ীর ভাড়াটিয়া ৫। রিপন চাকমা (৩৬), সাং- লংগদু বড়াদম, থানা- লংগদু, জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং- লুৎফরের বাসার ভাড়াটিয়া, ৬। ম্যাসামাই মারমা (৪০), ৭। পাইজা মারমা (৩৫), উভয় সাং-নুনছড়ি, কংচাই কারবারী পাড়া, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, লুৎফরের বাসার ভাড়টিয়া, ৮।সুফেন দেব বর্মা (২১), সাং- কালেংগা, ছনবাড়ী, রানিগাও, চুনারুঘাট, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ,জাহিদের বাসার ভাড়টিয়া, ৯। মংনুচিং মারমা (৩২), সাং- সাইংগুলী পাড়া, ৮ নং গুইমারা ইউনিয়ন, থানা-গুইমারা, জেলা- খাগড়াছড়ি, এ/পি সাং- আকতার ভিলা, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, ১০। পুলক চাকমা (২৩), সাং- পশ্চিম ল্যাল্যাঘোনা, ৯ নং ওয়ার্ড, রুপকারী ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি, জাহিদের বাসার ভাড়টিয়া,১১। কমল চাকমা (৩০), সাং- বরজালাপাড়া, মাটিরাংগা, ০৭ নং ওয়ার্ড, থানা- মাটিরাংগা, জেলা- খাগড়াছড়ি, জাহিদের বাসার ভাড়টিয়া, ১২। আশুতোষ চাকমা (৩১), সাং- পেরাছড়া ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং- আকতার ভিলা, পলাতক রয়েছে ১৩। গেনু চাকমা (৩৪), থানা ও জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং- বুড়িরবাজার, উত্তর গাজীরচট, জাহিদের বাসার ভাড়টিয়া ১৪। দিপন চাকমা (৩২), ১৫। জাহিদ (৪৫), সাং- বুড়িরবাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা গন লাঠিসোটা, দাসহ দেশীয় অস্ত্রসহ নিয়া পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমন করে পুলিশসহ কয়েক জনকে রক্তাক্ত জখম করে।

এসময় আসামীরা মিকো চাকমা (৩০) কে ছিনাইয়া নিয়া পালাইয়া যায়। উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি পৃথক মামলা দায়ে করা হয়েছে।

এবিষয়ে জানতে চাই‌লে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা দায়ের করে ওই মাদক ব্যবসায়ী‌ চক্রকে থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে আশু‌লিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451