রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের ফ্র্যাগিলিটি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক আইজিসি কমিশনের চেয়ারম্যান ক্যামেরন গতকাল বুধবার রাত ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রথম সফরে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী আজ দিনের শেষে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারে (আইজিসি) এক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এই প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই প্রবৃদ্ধির সহায়তায় নীতিমালা তৈরিতে সহায়তা করে থাকে।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ক্যামেরন ডিএফআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্প ও একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451