শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

ফ্ল্যাট ক্রেতাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলা সমীচীন না।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

বাংলারপ্রতিদিন ডটকম ঃ 

আবাসন শিল্প বিকাশের স্বার্থে ফ্ল্যাট ক্রেতাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলা সমীচীন না। যথাযথ আবাসন ব্যবস্থার জন্য সরকারের প্রণোদনা দরকার। বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এ স্লোগানে ৪দিনব্যাপি রিহ্যাব ফেয়ারের উদ্বোধন করেন মন্ত্রী।

তিনি বলেন, দেশে আবাসন খাতে বিনিয়োগ করলে বিনিয়োগের উৎস খোঁজে থাকে এনবিআর ও দুদক। তাই দেশের টাকা পাচার হয়ে যায় অন্যদেশে। পৃথিবী এখন উন্মুক্ত হয়ে গেছে। কাজেই দেশের টাকা বিদেশে পাচার থেকে রেহায় পেতে হলে আবাসন খাতে সহজ বিনিয়োগ করতে হবে।

আবাসন খাতে খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জানিয়ে রিহাব নেতারা অর্থ মন্ত্রনালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে ৫ থেকে ৭ শতাংশ সুদে দীর্ঘমেয়াদী ২০ হাজার কোটি টাকার তহবিল, রেজিস্ট্রেশন ব্যয়, ট্যাক্স ও ভ্যাট হ্রাসের দাবি জানান।

রিহ্যাব’র সভাপতি আলমগীর সামছুল আলামিন (কাজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস ছালাম।

এবারের মেলায় নির্মাণ সামগ্রীসহ আবাসন শিল্পের ৯০ টি স্টল অংশ গ্রহণ করেছে। মেলা চলবে আসছে শনিবার পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451