বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

ডোমারে এক মুক্তিযোদ্ধা পরিবার ৫দিন ধরে অবরুদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে
ডোমার,নীলফামারী:–   নীলফামারীর ডোমারে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় একটি মুক্তিযোদ্ধা পরিবার গত ৫দিন ধরে নিজ বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েছে। অবরুদ্ধ থাকার কারনে পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। ডোমার পৌরসভার চিকনমাটী ধনিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ববিনের বাড়ী চলাচলের একমাত্র রাস্তাটি পূর্ব বিরোধের জের ধরে গত ২০জানুয়ারী পার্শবর্তী বাড়ীর আব্দুল মমেনের ছেলে মাহবুব আলম পল্লব বেড়া দিয়ে বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ করে দেয়ার পর থেকে মুক্তিযোদ্ধা পরিবারটি নিজ বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়ে। মঙ্গলবার সাংবাদিকরা ওই মুক্তিযোদ্ধার বাড়ীতে ঢুকতে না পেরে বাড়ীর পিছনের একটি জানালা দিয়ে মুক্তিযোদ্ধা ববিনের সাথে কথা বলেন। সাংবাদিকদের তিনি জানান, জীবনের ঝুকি নিয়ে যুদ্ধ করে দেশবাসীকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছি। কিন্তু আজ সামান্য একটু জায়গার জন্য আমি পরিবারসহ ৫দিন ধরে নিজ বাড়ীতে অবরুদ্ধ রয়েছি। ২০ জানুয়ারী সকালে ঘুম থেকে উঠে দেখি পূর্ব বিরোধের জের ধরে আমার চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে। গত ৫দিন ধরে হাট-বাজার করতে না পেরে মানবেতর জীবন যাপন করছি। আত্বীয়-স্বজনরা অনেকে প্রয়োজনিও খাবার জানালা দিয়ে সরবরাহ করছে। আমার কলেজ পড়–য়া মেয়ে মারজিন আকতার ভর্তির জন্য বিভিন্ন কলেজে আবেদন করেছে কিন্তু বাইরে বের হতে না পেরে কোন খোজ-খবর নিতে পারছে না। আমি অসুস্থ থাকায় আমার বোন আলিফজাহান হাওয়া আমাকে দেখতে এসে সেও অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে পৌর মেয়র,প্যানেল মেয়র ও কাউন্সিলররা এলাকায় আসলে পল্লবরা তাদেরকে অপমানিত করে। মুক্তিযোদ্ধা ববিনের স্ত্রী রওশনারা জানায়, বিরোধীও রাস্তাটি পল্লবের বোনদের কাছ থেকে আমাদের ক্রয় করা তা সত্বেও তারা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেয়। আমরা বাড়ী থেকে বের হতে চাইলে তারা আমাদের গায়ে থুথু দিচ্ছে। তারা বর্বর ও সংখ্যায় বেশী হওয়ার কারনে আমরা অসহায় হয়ে পড়েছি। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী জানায়, আমরা রাস্তা খুলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হযেছি তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচারাধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানায়, বিরোধীয় ওই জমিটুকু জরিপ করার জন্য সার্ভেয়ারকে বলেছি। জরিপ শেষ হলে বিষয়টি নিয়ে বসবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451