রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ২৭২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘সানাউল্লাহ স্যার চলতি সপ্তাহে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে ঢাকায় নিজ বাসায় এসেছেন । তবে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’

সুমন বলেন, ‘বর্তমানে স্যারের ডান হাতে কোনো অনুভূতি নেই। এ ছাড়া সাহায্য নিয়ে হাঁটতে পারছেন। কথাতেও কিছু্টা জড়তা রয়েছে।’

এদিকে ফৌজদারি আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘সানাউল্লাহ স্যার দেশে ফিরে এসেছেন শুনে আমরা গতকাল তার বাসায় যাই। স্যারের অবস্থা বেশি একটা ভালো না। স্যার খুব কান্না করেছেন। ডান হাতে কোনো কিছু ধরতে পারেন না। এ ছাড়া কথা খুব ক্লিয়ার  করে বলতে পারেন না। তবে স্যার দ্রুত সুস্থ হয়ে আদালতে আবার আইন পেশায় নিযুক্ত হবেন বলে আমরা সবাই আশাবাদী।’

এর আগে গত ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে সানাউল্লাহ মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিসাধীন ছিলেন। এরপর তাঁকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বিদেশে উন্নত চিকিসার পরামর্শ দিয়েছেন। পরে তিনি গত মাসে ব্যাংককে চিকিসার জন্য যান।

বিএনপির এই আইনবিষয়ক সম্পাদক দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন।  ৩৩ বছর ধরে আইনপেশায় যুক্ত আছেন সানাউল্লাহ মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451