শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেশা মুক্তিতে আবিষ্কার আধুনিক থেরাপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ২৭২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ঃ 

আসক্তি থেকে মুক্তি সম্ভব৷ মিলেছে সমাধানও৷ গবেষণায় উঠে এল এমনই এক থেরাপি, যা সাহায্য করবে নেশামুক্তিতে৷ বিপরীতমুখী ভাবে কাজ করবে নতুন থেরাপিটি৷ যা আসক্তদের ভবিষ্যতে ড্রাগ আসক্তি থেকে দূরে রাখবে৷

সম্প্রতি, গবেষণাটি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে৷ যেখানে বলা হয়েছে, থেরাপিটি প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়৷ যেখানে ইতিবাচক ফলাফল দেখা গিয়েছে৷

অভ্যাসের বশীভূত হয়ে ড্রাগের আশ্রয় নেওয়া ব্যাক্তিদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে বদলে যায়৷ যা ধরা পড়েছে গবেষণায়৷ এর নেতিবাচক প্রভাব বাধা দেয় ড্রাগের নেশা থেকে দূরে থাকতে৷ সেরোটনিন, এক ধরনের মস্তিষ্ক রাসায়নিক৷ যা স্নায়ুতন্ত্রে বার্তা পাঠায়, যেটির ভূমিকা মানবদেহে ভীষণই গুরত্বপূর্ণ৷ গবেষকরা জানিয়েছেন, ড্রাগ আসক্তদের শরীরে এই সেরোটনিন রাসয়নিকটি কাজ করা বন্ধ করে দেয়৷

পরীক্ষাটি চলাকালীন নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমান ড্রাগ ইঁদুরের শরীরে ইনজেক্ট করা হত৷ পরে, অর্ধেক ইঁদুরকে থেরাপিটি এবং বাকিদের শুধুমাত্র সেলাইন দেওয়া হয়৷ থেরাপি অধীনস্থ ইঁদুরের শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে৷ এক গবেষক বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমরাই প্রথম এই ধরণের থেরাপি নিয়ে আসতে চলেছি৷ যেটি ড্রাগের নেশামুক্তিতে সাহায্য করবে বহুমানুষকে৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451