বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

ঢাকাই ছবিতে রাখি সাওয়ান্ত, ক্ষিপ্ত বিপাশা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

বিনোদন:

ঢাকাই চলচ্চিত্র ‘আমি তোমার হতে চাই’-এর আইটেম গানে অংশ নিয়েছিলেন বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। গতকাল বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে ছবির আইটেম গানটি প্রকাশ করা হয়। সেটি দেখে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের আইটেম গার্ল খ্যাত বিপাশা কবির।

বিপাশা  বলেন, ‘গানটি দেখে আমার খুব মন খারাপ হয়েছে। বিদেশি শিল্পী নিয়ে একটি গান যদি করতে হয়, তাহলে সেটি আমাদের কাজের চেয়ে ভালো কিছু হবে বলে সবাই আশা করে। আবার গানের শুটিং হয়েছে নেপালে। তার মানে কী? নেপালে শুটিং করলেই ভালো হয়ে যাবে? আমি এই গানটিতে তেমন কিছু পাইনি। আমরা বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছি। চেষ্টা করছি এমন কাজের সঙ্গে যুক্ত হতে, যে ছবি হলে দর্শক ফিরিয়ে আনবে। কিন্তু রাখি সাওয়ান্তকে দিয়ে গানটি করিয়ে তারা কি হলে দর্শক ফিরিয়ে আনতে পারবেন? যাঁরা হলে গিয়ে ছবি দেখেন, তাঁদের কতজন এই আইটেম গার্লকে চেনে? এখন বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। আমি একজন চিলচ্চিত্রশিল্পী এবং দেশের নাগরিক হিসেবে চাই, আমাদের চলচ্চিত্র ও দেশের শিল্পীরা দর্শকদের মনে প্রত্যাশা তৈরি করবে। ছবির পরিচালক এই কাজটি ঠিক করেননি।’

ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন আর প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানেরও সমালোচনা করেন বিপাশা, ‘এই ছবির পরিচালক এর আগেও বিদেশি শিল্পী নিয়ে কাজের বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। কলকাতার ছবিকে যৌথ প্রযোজনা বলে চালাতে চেয়েছেন। আর প্রযোজনা প্রতিষ্ঠান আসলে ইউটিউবের দর্শক যাচাই করে কাজ করছেন। আমি মনে করি, আগে সিনেমা হলের দর্শকদের জন্য সবারই একসঙ্গে কাজ করা দরকার। আমাদের দেশের শিল্পীদের কাজের অগ্রাধিকার দেওয়া উচিত।’

চলচ্চিত্রে আইটেম গান সম্পর্কে বিপাশা বলেন, ‘মুম্বাইতে আমরা দেখেছি, অনেক জনপ্রিয় নায়িকা আইটেম গানে কাজ করেন। আমার মনে এ বিষয়ে বাংলাদেশের নায়িকাদের এগিয়ে আসা দরকার। মাহি বা পরী মণি যদি একটি আইটেম গানে কাজ করেন, তাহলে দর্শকদের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি হবে। তা ছাড়া অনেক মেয়ে মডেলও এখন কাজ করছেন। তাঁদের দিয়ে নিয়মিত কাজ করালে ভালো কিছু হতে পারে।’

রাখি সাওয়ান্তের আইটেম গানটির শিরোনাম ‘ডিজিটাল প্রেম’, গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। গানের কথা লিখেছেন মাহমুদ জুয়েল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

বাপ্পি ও মিম ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। ছবিতে মমতাজ ছাড়াও গান গেয়েছেন হাবিব ওয়াহিদ, জেমস, আকাশ, তাহসিন ও নন্দিতা।

ছবির সংগীত পরিচালক হিসেবে শফিক তুহিন ছাড়াও রয়েছেন হাবিব ওয়াহিদ, আহম্মেদ হুমায়ুন, নাভেদ পারভেজ ও আকাশ। গান লিখেছেন জাহিদ আকবর, শফিক তুহিন ও সুদীপ কুমার দীপ।

[vsw id=”Jd0ZTeNIHh8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451