শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সেচ্চাসেবী অনলাইন সংগঠন হালিশহর ব্লাড ব্যাংক-এর দুই বছর পূর্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে
ফরিদ আহমেদ রুবেল, চট্টগ্রামঃ
মানবতার সেবায় নিয়োজিত সেচ্চাসেবী অনলাইন সংগঠন হালিশহর ব্লাড ব্যাংক তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ২রা নভেম্বর ২০১৮, শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ বি ব্লক এস ক্লাব মোড় থেকে একটি বর্ণার্ঢ র‍্যালী বের করে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এসে হালিশহর ওয়াপদায় এসে শেষ হয়। উক্ত র‍্যালীতে শতাধিত সেচ্চাসেবীসহ বিভিন্ন সংগঠন যেমনঃ স্মার্ট হার্টস্, ইচ্ছেশক্তি, বোয়ালখালী কল্যানে আমরা, আসক, স্পিহা ব্লাড ব্যাংক, বিডি ক্লিন, পাঁচলাইশ ব্লাড ব্যাংক, জ্ঞ্যানের মশাল, সেভিং আওয়ার সোসাইটি, সিটিজি ব্লাড ব্যাংক সহ সাধারণ মানুষ স্বতঃস্পূর্ত অংশগ্রহন করেন।
এর আগে হালিশহর ব্লাড ব্যাংকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন সংগঠনের সেচ্চাসেবীরা, এতে উপস্থিত থাকেন হালিশহর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম এম বদরুল কবীর, মানবঅধিকার সংস্থা আসক এর পরিচালক এমদাদুল করিম সৈকত।
সংগঠনটির মুখপাত্র মোশাররফ মামুন বলেন, অনেক পরিবেশ প্রতিকূলতার মাঝেও এ সংগঠন কাজ করে যাচ্ছে মানবসেবায়। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে  ক্ষতিগ্রস্থদের পাশেও দাড়িয়েছে এই সংগঠন। এভাবেই মানবসেবায় কাজ করে যাবেন সবসময়।
সংগঠনের পেইজ এডমিন বশির আহমেদ বলেন, সংগঠনে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সী সেচ্চাসেবীরা রয়েছেন। পুরো বাংলাদেশ ব্যাপী ব্যপক সাড়া পাচ্ছেন তারা। এরকম মানবসেবা করতে পেরে তারা আনন্দিত। ভবিষৎ পরিকল্পনার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় অফিস চট্টগ্রামে এবং প্রতিটি বিভাগে স্থায়ী অফিস বা হেল্প ডেস্ক তৈরি করবেন।
সংগঠনের সদস্য খালেদ হোসেইন বলেন  হালিশহর ব্লাড ব্যাংক-এর পুরো বাংলাদেশ জুড়ে প্রায় ৭৫ হাজার সেচ্চাসেবী রয়েছে। ইতিমধ্যে  তালিকাকৃত প্রায় ২ হাজার ৩০০ ব্যাগ রক্ত সেচ্চাসেবীরা  দান করেছে। প্রতি মাসে সংগঠনটি বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩টি ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় পরিক্ষা কর্মসূচী চালিয়ে আসছে।
দিনশেষে সংগঠনটি আগ্রাবাদ জাম্বুরী ওয়াক ওয়েতে জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করেন এবং রক্তদান বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন ব্যানার গোটা চট্টগ্রাম জুড়ে লাগান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451