শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মটরসাইকেল নিজেই ব্যালেন্স করবে (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৪৫২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

মটরসাইকেল রাখবে নিজের ব্যালেন্স । বিষয়টি আপনাকে অবাক করলেও সত্যি। লাস ভেগাস সিইএস ২০১৭-তে এমন  মটরসাইকেল নিয়ে বাজারে এসেছে জাপানি হোন্ডা কোম্পানি।

এ মটরসাইকেলে আপনি শুধু বসে থাকবেন। মটরসাইকেল আপনা থেকেই ব্যালেন্স করে পথ চলবে। শুধু তাই নয়, পার্কিংয়ের জন্য আপনি হেঁটে কোথাও গেলে মটরসাইকেল আপনাকে অনুসরণ করবে এবং নিজে থেকেই পার্ক হবে।

প্রদর্শনীতে দেখার পর অনেকেই মটরসাইকেলটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। স্ট্যান্ট করার প্রয়োজন নেই। নিজে থেকেই দাঁড়িয়ে থাকবে। কোনও জাইরোস্কোপের সাহায্য ছাড়া এ প্রযুক্তি রীতিমতো চমকপ্রদ। হোন্ডার অসিমো রোবটে ইতোমধ্যে এ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

মটরসাইকেলটি যে দিকে হেলে পড়বে এ প্রযুক্তির সাহায্যের তার উল্টো দিকে কাউন্টার থ্রাস্ট দিয়ে ফের মটরসাইকেলটিকে সোজা করে দেবে। টেকনোলজির মাধ্যমে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী মটরসাইকেলের হ্যান্ডেল অ্যাডজাস্ট করতে পারবেন।

আসছে দিনগুলোতে হোন্ডার মটরসাইকেলগুলো সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চলবে। ইতোমধ্যে ইলেকট্রনিক স্টিয়ার এবং ওয়্যার সিস্টেম নামে এ নতুন প্রযুক্তির ওপর কাজও চলছে।

[vsw id=”p76YRmNJOLc” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451