শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভুলিনি আজো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪৪৮ বার পড়া হয়েছে

ভুলিনি আজো

কাজী জুবেরী মোস্তাক

গুটিগুটি পায়ে আমি হেঁটে চলেছি
মৃত্যুর খুব সন্নিকটেই পৌঁছে গেছি
বার্ধক্যের করাল গ্রাসে আজ বন্দী ৷
জানিনা আর দেখা হবে কি না হবে
তবুও !
এ ছানি পড়া চোখ তোমাকে খুঁজে ৷
বহুদিন বহুকাল আজ পার হয়েছে
তবুও বেহায়া মন ভুলেনি তোমাকে
চোখ দুটোও আজও পথেই থমকে ৷
তোমার যে ছবি এঁকেছিলাম মনপটে
সে ছবিটা আজও তেমনটাই আছে
যেমনটা ছিলো সেই প্রথম দেখাতে ৷
মৃত্যুর খুব সন্নিকটেই আজকে আমি
ছেড়ে যাবো এই নশ্বর পৃথিবীর গন্ডি
জানি এই খবর হয়তো পাবেনা তুমি ৷
হয়তোবা পুরোনো খবরের কাগজে
একদিন তোমার চোখ থমকে যাবে
ভেতরটা হয়তো দুমরে মুচরে ওঠবে ৷
একটা বিশ্বাস আজও আছে অন্তরে
তুমি আসবে আমার সমাধি দেখতে
অশ্রুমাখা চোখে একগুচ্ছ ফুল হাতে ৷
আর আমার !

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451