শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘বই উৎসব’ নিয়ে ইসিকে ড. কামালের চিঠি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৬ বার পড়া হয়েছে
ড.-কামাল-হোসেন-rtvonline

অনলাইন ডেস্ক :

নির্বাচনের আগে আগামী ২৪ ডিসেম্বর বই উৎসব উদ্বোধনের মতো কর্মসূচিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ড. কামাল হোসেন।

চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন অবশ্যই অবগত আছেন যে, আগামী ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে, এ ধরনের কর্মসূচি, একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে।’

চিঠিতে ড. কামাল বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি বাধ্যতামূলক হলেও ক্ষমতাসীন জোটের প্রার্থীরা অহরহই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই নির্লিপ্ত আচরণ করছে, যা কমিশনের অসহায়ত্বই প্রকাশ করে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তবে কমিশন সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না মর্মে জনগণ মনে করে।’

চিঠিতে বলা হয়, ‘দেশের প্রধানমন্ত্রী হওয়া ছাড়াও, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং গোপালগঞ্জ ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতিপূর্বে সব সময়ই এই বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১ বা ২ জানুয়ারি ২০১৯ তারিখে এই বই উৎসব উদ্বোধন করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে, তড়িঘড়ি করে ২৪ ডিসেম্বর সরকারি ব্যয়ে এই উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল।’

ড. কামাল বলেন, ‘বই উৎসবের মতো, একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারা দেশের প্রার্থীদের অধিকারের লঙ্ঘন করবে। এমতাবস্থায়, নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর বই উৎসব কর্মসূচি উদ্বোধন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিতে এবং বই উৎসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’

 

 

 

 

 

 

সুত্র:এন টিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451