বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পেশাদার খুনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৯৩ বার পড়া হয়েছে
পেশাদার খুনি
কাজী জুবেরী মোস্তাক
__________________
এক পেশাদার খুনি আমি এই শহরে
কখনো স্বপ্ন পুরাই নতুন স্বপ্নের আশাতে
কখনোবা ঘুমোতে ভয় পাই দুঃস্বপ্নের ভয়ে ৷
কখনো আমি খুন করি বিবেক মনুষ্যত্ব
কখনোবা আবার ভোল পাল্টাতে হই মত্ত
আমি যে মুখোশধারী এটাই যে নির্মম সত্য ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
সুখের আশায় খুন করি অসহায় অসুখকে
কখনোবা কাছে ডাকি সেই প্রিয়তমা অসুখকে ৷
গলা টিপে ধরি কখনো স্নেহ মায়া মমতাকে
কখনো আবার খুঁজি সেই স্নেহ মায়া মমতাকে
হত্যা করতে বারংবার উদ্ধৃত হয়েছিলাম যাকে ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
দানবীয় ক্ষুধা আছে যার ছোট্ট  উদর জুড়ে
এ ক্ষুধা মিটেনা গরীবের এতো এতো রক্ত চুষে ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
স্বার্থের জন্য ব্যবহার করি নিঃস্বার্থ মানুষকে
দেখো ওরাও কেমন বোকা আমাকেই স্যালুট করে ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451