শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

সেলিম হায়দার ,তালা প্রতিনিধিঃ 
মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত জাতীয়করণের দাবীতে তালা উপজেলা জাতীয়করণ লিয়াজো কমিটির পক্ষ থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সরকারী স্কুলের একজন শিক্ষক/কর্মচারী দেশের অপরাপর সরকারী/কর্মকর্তা কর্মচারী অনুরুপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বে-সরকারী শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের ১০০%, ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ’ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না। সরকারী বেসরকারী সকল পর্যায়ে চাকুরীজীবিদের কমবেশী বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত ঐ একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই এই সকল দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়। মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির আহবায়ক আনন্দ মোহন হালদার ও যুগ্ম-আহবায়ক মুকুন্দ কুমার রায়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451