শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জীবনে যা কিছু ঘটছে-বেশিরভাগই প্রতারণা ও মিথ্যাচার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

হেলাল শেখঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “এক মহান আল্লাহ” সৃষ্টির দুনিয়ায়-আদম ও হাওয়ার পর,
সব মানুষকে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসতে হয়েছে। সেই মানুষের জীবনে যা কিছু
ঘটছে-তা শুধু মানুষের জন্যই সৃষ্টি।
দুনিয়াতে যে, মা ৯ মাস থেকে ১০ মাস ১০দিন গর্বেদ্বারণ করেন, তার আগে বা পরে একই
নিয়মে মা তাঁর সন্তানকে জন্ম দেন, এরপর লালনপালন করে বড় করেন প্রিয় সন্তানকে, সেই সন্তান,
আমরা, সেই মা কে যারা কষ্ট দিয়ে থাকি, আসলে কি আমরা মানুষ? এটা কি মানবিক?
নিজেকে মানুষ বলে দাবি করি এটা সত্য, মৃত্যুও হবে আমাদের এটাও চিরসত্য। বিশেষ করে
মানবিক ও মানুসিক এবং মানুষের আত্মা তৈরি করে নিতে হয় মানুষকেই। যৌবন মানব
জীবনের এক শ্রেষ্ট সম্পদ তা কেউ যেমন অস্বীকার করতে পারি না, তেমনি মানুষের যৌবন
চিরদিন স্থায়ী ভাবে থাকে না, এই বাস্তবতাকেউ সবাইকে মানতে হয়। “জীবনে যা কিছুই
ঘটছে-তার বেশিরভাগই প্রতারণা ও মিথ্যাচার” আমরা সবাই সবার সঙ্গে মিথ্যাচার করি কেন?
কোথায় বিবেক?
বিশেষ করে মানুষের মাঝে চলছে, মোবাইল, ফেসবুক এর মাধ্যমে বেশিরভাগই মিথ্যাচার ও
প্রতারণা। যারা আমরা মোবাইলে সবসময় কথা বলে থাকি-সেখানেও প্রতারণা, অনেক সময়
মোবাইল ফোনে কোনো পাওনাদার ব্যক্তি ফোন করলে বিভিন্ন অজুহাতে বলা হয় মিথ্যা কথা,
ঢাকা থাকলে মোবাইলে বলেন, আমি সিলেট আছি, ঢাকা বা সাভার থাকলে বলেন, আমি
কুমিল্লা আছি। এরকম আরও অনেক মিথ্যাচার করে থাকি আমরা। যেমনঃ ফেসবুক ডিজিটাল
যোগাযোগ মাধ্যম-সেখানেও অনেক প্রতারণা ও মিথ্যাচার হয়। আমরা মানুষগুলো বেঈমান হয়ে
যাচ্ছি! অন্যায়ভাবে মানুষের জমি দখল করে ধনী হচ্ছেন অনেকেই। সমাজে প্রায় প্রতিটি
এলাকায় জুয়া খেলা চলছে, মাদক সেবন করছে অনেক পরিবারের সন্তান।
বিশেষ করে এসব জুয়া ও মাদকের টাকা জোগার করতে জুয়ারু ও মাদক সেবনকারীরা প্রথমে
নিজের বাবার পকেট কাটছে, মায়ের জুমানো টাকা চুরি করছে। এরপর এলাকায় বিভিন্ন
অসামাজিক কর্মকান্ড করছে, এরপর চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন ও
ধর্ষণসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করছে, এ যেন দেখার কেউ নেই। এসব কর্মকান্ডের জন্য
দায়ি কারা ? প্রিয় পাঠক আপনাদের কাছে আমার ছোট প্রশ্নঃ আমরা নিজেদের চিন্তাই করি
সবাই তাই নয় কি? পুরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করছি কি ? আমার মনে হয় যে,
আমরা যারা মানবতার কথা বলি-তারা কি সত্যি দেশ ও জাতির কল্যাণের চিন্তা করি ? বা মানবতার
কল্যাণে কাজ করি কি? এই দেশটা আমার আপনার সকলের, আমাদের ছেলে মেয়ে কি করছে?
কোথায় যাচ্ছে? কোন বন্ধুদের সঙ্গে চলাফেরা করছে? যাদের সঙ্গে বন্ধত্ব তারা কি কোনো
অপরাধের সঙ্গে জড়িত কি না, সেটিও আমাদের নজর রাখাটা দরকার। আগে নিজে সচেতন হন, পরে
অন্যদেরকে সচেতনতায় সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমার এই সচেতনতামুলক
প্রতিবেদনটি আপনাদের মনে একটুকুও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন কেমন, এবং

কমেন্ট করতে ভুলবেন না ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451