বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

চুল স্ট্রেট করাচ্ছেন? এই ৫ সাইড এফেক্টে একবার চোখ রাখুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৫৫ বার পড়া হয়েছে

চুল নিয়ে নানা কায়দা, কার না ভালো লাগে বলুন, প্রতিদিন যদি নতুন নতুন লুক দেওয়া যায় শুধুমাত্র হেয়ারস্টাইল বদলেই৷ কেউ চুল কার্লি করছেন, তো কেউ স্ট্রেট৷ কিন্তু জানেন কি হেয়ার স্ট্রেট করাতে গিয়ে কতটা ক্ষতি হচ্ছে আপনার চুলের? না জানলে একবার চোখ বুলিয়ে নিন নিচের লেখাতে…

১) চুল স্ট্রেট করালে তার যত্নও নিতে ভালো মতো৷ কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারে চুল সহজেই ভেঙে যায় অনেকেরই৷
২) চুলের স্বাভাবিক যে তেল তা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, যার ফলে চুল শুষ্ক হতে শুরু করে এবং ডালনেস চলে আসে৷

৩) চুল শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে ফ্রিজিনেস চলে আসে৷
৪) চুলের রক্ষণাবেক্ষমের জন্য যে সব কেমিক্যাল ব্যবহার করা হয় তার থেকে ফরম্যালডিহাইড গ্যাস বেরোয় বলে জানা যায়৷ এর থেকে ত্বকের ক্ষতি হতে পারে৷

৫) স্কিন অ্যালার্জি হলে তার থেকে স্কাল্প ইরিটেশন-ও হতে পারে৷ আর তার পাশাপাশি পড়ে যেতে পারে চুল৷
তাই চুলকে প্রাণভরে নিঃশ্বাস-প্রশ্বাস নিতে দিন এবং ক্ষতিকারক কেমিক্যাল এবং ঘন ঘন স্ট্রেটনিং-এর হাত থেকে একে রক্ষা করুন৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451