মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাজীপুরের শ্রীপুরে কারখানার জেনারেটর রুমে বিস্ফোরণ, দগ্ধ ৮

টি এই সানি, শ্রীপুর গাজীপুর
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৭৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার কর্মকর্তাসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় অবস্থিত নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন কারখানার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার ই-সহকারী প্রকৌশলী খলিল মিয়া (২৪), বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার অগ্নিনির্বাপক কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), কারখানার কর্মচারী মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)।

 

মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ পাল গণমাধ্যমকে বলেন, রাতে কারখানার জেনারেটর কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষের দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল উড়ে যায়।

‘গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর কক্ষের পাশে গ্যাসলাইন লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন’, যোগ করেন রামপ্রসাদ পাল।

এ ঘটনায় আগুনে দগ্ধ ও আহত হয়েছেন মোট আটজন। তাদেরকে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে মিজান, সাইফুল, সজীব ও হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজসহ প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451