রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘খামোস বললেই মানুষের মুখ খামোস হবে না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

অপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়ে দেশের রাজনীতিকেই ঐক্যফ্রন্ট নেতারা কলুষিত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘খামোস বললেই কি মানুষের মুখ খামোস হয়ে যাবে? মানুষের মুখ খামোস হবে না।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব বলেন প্রধানমন্ত্রী।

স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ যেন সহজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১ সালের সেই দিনে, বছর বছর শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে পুরো জাতি।

দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘সংবিধান বদলে যুদ্ধাপরাধীদের এ দেশে প্রতিষ্ঠিত ও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান।’ কিন্তু ঐক্যফ্রন্টে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ দাবী করা নেতারা কীভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে এক প্রতীকে নির্বাচন করেন, দেশবাসী তা জানতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘অপরাধী ছাড়া যোগ্য মানুষ তারা খুঁজেই পায়নি। নাকি অপরাধ করলেই তাদের কাছে যোগ্যতা বাড়ে সেটাই আমার প্রশ্ন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী, তাদের আত্মীয় স্বজন, গ্রেনেড হামলার আসামির স্ত্রী বা তাদের আত্মীয় স্বজন বা যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাদেরকে নিয়ে তারা নির্বাচিত প্রতিনিধি করবে এটা তো জাতি আশা করে নাই। এ ধরণের অপরাধীরা যেন কখনো ভোট না পায় আমি জনগণের কাছে সে আহ্বান জানাবো। এদেরকে কখনো ভোট দেবেন না।’

দেশকে আরো এগিয়ে নিতে সবাইকে আবারও নৌকা প্রতীকে ভোট দেবার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জয়ের মাসে আমরা যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, এ বিজয়ী দলই ক্ষমতায় আসবে, বিজয়ী দলই বিজয়ী হবে। দেশকে অর্থনৈতিকভাবে বিজয়ের পথে নিয়ে যাবে। এ বিশ্বাস আমার আছে, জনগণের প্রতি ভরসা আছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451