শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ক্ষনিকের ভালোবাসা-ফেসবুক ও মোবাইলের রং নাম্বারে পরিচয়!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৭০ বার পড়া হয়েছে

ক্ষনিকের ভালোবাসা-ফেসবুক ও
মোবাইলের রং নাম্বারে পরিচয়!

হেলাল শেখ :
আশা করেছিলাম পাবো গো তোমাকে
শতচেষ্টা করেও পাইলাম না,
ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়
তুমি আজ বহুদুর তবুও আমার মনে হয়।
ক্ষনিকের এ ভালোবাসা-ফেসবুক যোগাযোগ মাধ্যম
ও মোবাইলের রং নাম্বারে হয় পরিচয়।
এই ভালোবাসায় কত যে মিথ্যাচার ও
কত না বিভিন্ন প্রতারণা দেখলাম।
মোবাইলের এসব সম্পর্ক কঁচোপাতার পানির মত
নারী/পুরুষ যাই বলে প্রেম বলে কথা তাই মানছি।
প্রেমের বয়সে কি আসে আর যায় বলো
মন দিয়েছে প্রেমিক প্রেমিকা এ যে কি হলো?
দুজনের যৌবন জোয়ারে কঁচোপাতার পানির ঢেউ
সব ছাড়তে রাজি তারা সমাজ মানে না কেউ।
হায়রে এ যুগের প্রেম ভালোবাসা @ লাভ
প্রেমের ফসল ফলে রাস্তা ঘাটে তবুও তার কি ভাব!
ছোট ছেলে মেয়েরা বড়দেরকে দেয় না মান,
এতে কি থাকে বড়দের মানসম্মান?
এখন শুরু হচ্ছে শীতকাল-ধোঁয়া ধোঁয়া কুয়াশা,
না পারি কইতে আর না পারি সইতে।
বিবেকের আদালতে আইনতো মানতেই হবে,
সবকিছুরই শেষ আছে, সেখানেই জীবনের ইতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451