মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ভোটার সমর্থকরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী)
আসনে নৌকা মার্কার প্রতীক পেলেন আসলাম হোসেন সওদাগর। আর এ নিয়ে
আনন্দ উল্লাসের চিত্র দেখা গেছে নাগেশ্বরী উপজেলা শহর থেকে বিভিন্ন এলাকার।
নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ভোটার ও কর্মী সমর্থকরা।
এ আসনে কে হবেন মহাজোটের প্রার্থী? বাংলাদেশ আওয়ামী লীগের আসলাম
হোসেন সওদাগর নাকি জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান? এ নিয়ে
দুই দলের কর্মী সমর্থকদের দ্বিধা দ্বন্ধও কম ছিলো না।
সব উত্তেজনা, হতাশা আর দ্বিধা-দ্বন্ধসঢ়;দ্ব ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে
নির্দেশনা আসে উন্মুক্তভাবে নির্বাচন করার। এতে নৌকার মাঝি হয়েছেন
আসলাম হোসেন সওদাগর।
১০ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে নৌকা মার্কার প্রতীক
পান তিনি। প্রতীক পাওয়ার খবর এলাকায় পৌঁছা মাত্রই শুরু হয় আনন্দ উল্লাস আর
মিষ্টি বিতরণ। শুরু হয় প্রচার প্রচারণা, পোস্টার সাাঁটানো ও মাইকিং।
আসনটিতে ৯ম ও ১০ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোয়ন পায়।
কিন্তু ছেড়ে দিতে হয় জোটের অন্যতম শরিক দল হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয়
পার্টির একেএম মোস্তাফিজুর রহমানকে। দুবারই জাতীয় পার্টি জয়লাভ করে।
২০১৪ সালের নির্বাচনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান নৌকা
প্রার্থী আসলাম হোসেন সওদাগরকে মহাজোটের মনোনয়ন দিলেও জোটের কারণে
কেন্দ্রের নির্দেশে প্রত্যাহার করতে হয়। কিন্তু এবার নৌকার হাল ছারেননি উৎসুক
জনতা।
দীর্ঘদিনের প্রতীক্ষা আর হতাশার অবসান হয়েছে এবার। আর তাই নৌকা প্রতীক
পেয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও ভোটার সমর্থকরা মুখিয়ে আছেন
নৌকায় ভোট দিয়ে ক্ষুধা নিবারণের জন্য। এ নিয়ে উচ্ছ্বাসও কম নয় তাদের।
সমর্থক আব্দুল মজিদ, মানিক, শফিকুল জানায় অমরা কয়েকবার থেকে নৌকায়
ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত। এবার আমরা প্রতীক পেয়ে অনেক খুশি। এবার
আমরা নৌকাকে ভোট দিয়ে জয়ী করব ইনশাআল্লাহ।
আসলাম হোসেন সওদাগর বলেন, মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। আর সে
ভালোবাসার জোরেই মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়ী করবে।
এজন্য সবার দোয়া, ভোট ও সহযোগিতাও প্রার্থণা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451