সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামে ৫দিনব্যাপী বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দুই বাংলার নাট্যোৎসব আনন্দ শাভাযাত্রা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
বিশ্ব নাট্য দিবস ও দুই বাংলার নাট্যোৎসব উপলক্ষ্যে কুড়িগ্রামে
আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হল চত্বর থেকে
একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে পৌর টাউন হলে
মিলিত হয়।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের ৫টি নাট্যদল ২৭ মার্চ
থেকে ৩১ মার্চ পর্যন্ত কুড়িগ্রাম পৌর টাউন হলে নাটক
পরিবেশন করবে।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ ৫দিন ব্যাপী দুই বাংলার
নাট্যোৎসবের আয়োজন করে। এ উৎসবে বাংলাদেশের রংপুর
নাট্যকেন্দ্র, প্রচ্ছদ কুড়িগ্রাম ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা
এবং ভারতের মিউনাস কলকাতা ও সৃজনসেনা শিলিগুড়ি নাট্যদল অংশ
নিয়েছে।
২৭ মার্চ কুড়িগ্রাম পৌর টাউন হলে সন্ধা ৭টায় মঙ্গল প্রদীপ
জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা
প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য
পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা:
এসএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি
মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম পৌর মেয়র
আব্দুল জলিল এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের
সভাপতিমন্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ প্রমুখ।
২৭ মার্চ লিটু সরকারের নির্দেশনায় ‘কানাই চাঁদের নন্দিনী’
নাটক পরিবেশন করবে রংপুর নাট্যকেন্দ্র, ২৮ মার্চ বিপ্লব সরকারের
নির্দেশনায় ‘নামানুষ’ নাটক পরিবেশন করবে প্রচ্ছদ
কুড়িগ্রাম, ২৯ মার্চ উৎসব দাসের রচনা ও নির্দেশনায় ‘দূষণ’
নাটক পরিবেশন করবে মিউনাস কলকাতা ভারত, ৩০ মার্চ খোরশেদুল
আলমের নির্দেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটক

পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং পার্থপ্রতিম
মিত্রের রচনা ও নির্দেশনায় ম্যানিকুইন ও একুশে অঞ্জলি নাটক
পরিবেশন করবে সৃজনসেনা শিলিগুড়ি ভারত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451